নিজেদের দ্বিতীয় ফোল্ডএবল স্মার্টফোন আনতে প্রস্তুত হুয়াওয়ে। ধারণা করা হচ্ছে, চলতি বছরই নিজেদের পরবর্তী ফোল্ডএবল মেইট এক্সএসের সঙ্গে পরিচয় করিয়ে দেবে প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ের নতুন ফোল্ডএবলটির একটি ব্যাপারেই শুধু নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে। ৫জি কিরিন ৯৯০ চিপসেট ব্যবহার করা হবে হ্যান্ডসেটটিতে। সাম্প্রতিক এক চীনা সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন ফোল্ডএবলটি মেইট এক্সের চেয়ে আকারে ছোট হবে এবং দামে সাশ্রয়ী হবে। -খবর আইএএনএস-এর।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এরই মধ্যে নিজেদের ফোল্ডএবল তৈরির দক্ষতা আরও উন্নত করেছে হুয়াওয়ে। ফলে সাশ্রয়ী দামে ফোন উপহার দেওয়ার চিন্তা করেছে প্রতিষ্ঠানটি। সরবরাহ সূত্রের বরাতে জানা গেছে, ফোল্ডিং ডিসপ্লে জুড়ে দিতে আর সমস্যায় পড়তে হচ্ছে না হুয়াওয়েকে।
পুরো নতুন ডিজাইনের ‘হিঞ্জ মেকানিজম’ এবং আরও শক্ত ডিসপ্লের দেখা মিলবে ফোনটিতে। নতুন ফোল্ডএবলের ডিসপ্লে মেইট এক্সের সমান হলেও, গোটা ফোনটি আকারে মেইট এক্সের চেয়ে ছোট হবে। সরবরাহ সূত্রগুলো আরও জানিয়েছে, তৃতীয় ফোল্ডএবল তৈরির কাজও করছে হুয়াওয়ে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকেই দেখা মিলতে পারে ডিভাইসটির।