চীনের স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ের সঙ্গে সম্প্রতি একটি নতুন চুক্তিতে আবদ্ধ হল নেদারল্যান্ডের নেভিগেশন অ্যান্ড ডিজিটাল ম্যাপিং কোম্পানি টমটম। এই চুক্তি অনুযায়ী এবার থেকে হুয়াওয়ে ব্যবহার করবে টমটম কোম্পানির ম্যাপ এবং সার্ভিস।
প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিপরিষদ সিকিউরিটির কারণ দেখিয়ে হুয়াওয়েকে আমেরিকায় ব্ল্যাকলিস্ট করে দেয়। তারপরেই হুয়াওয়ে বাধ্য হয় গুগলের অ্যান্ড্রয়েডকে ছেড়ে নিজের আলাদা অপারেটিং সিস্টেম তৈরি করতে। সঙ্গে সঙ্গে তাদের নতুন ডিভাইসগুলিতে গুগলের বিভিন্ন জনপ্রিয় অ্যাপও বাতিল হয়ে যায়। যদিও আমেরিকা হুয়াওয়ের উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কিন্তু এরপরও হুয়াওয়ে চাইছে অ্যান্ড্রয়েডের সমস্ত বিকল্প মজুত রাখতে।
এই চুক্তির ব্যাপারে জানতে চাওয়া হলে টমটমের একজন মুখপাত্র জানান যে, হুয়াওয়ের সঙ্গে এই চুক্তি বেশ কিছুদিন আগেই করা হয়ে গিয়েছিল। এবার জনসমক্ষে নিয়ে আসার পরে এই চুক্তি মারফত কাজ শুরু করা হবে আর কিছুদিনের মধ্যেই। এখন দেখার যে গুগল ম্যাপের বিকল্প হিসাবে হুয়াওয়ের টমটম ম্যাপ কতটা সফল হয়।