এ বছরই ‘সিজর সুইচ’ নকশার ‘স্মার্ট কিবোর্ড’ নিয়ে আসতে পারে অ্যাপল। পরবর্তী প্রজন্মের আইপ্যাড বা আইপ্যাড প্রো মডেলের সঙ্গে আসতে পারে নতুন কিবোর্ডটি।
তাইওয়ানিজ শিল্প প্রকাশনা ডিজিটাইমসের বরাতে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাকরিউমারস এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপলের নতুন আইপ্যাডের সঙ্গে আসতে পারে ‘জ্বলজ্বলে’ সিজর সুইচ কিবোর্ড। ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকেই দেখা মিলতে পারে কিবোর্ডটির।
ডিজিটাইমসের প্রতিবেদনে শুধু নতুন কিবোর্ড নয়, নতুন ম্যাকবুক আসছে বলেও দাবি করা হয়েছে। প্রতিবেদনটির তথ্য অনুসারে, সিজর কিবোর্ডসহ নতুন ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো বাজারে আসছে ২০২০ সালের প্রথম প্রান্তিকেই। ‘সিজর সুইচ’ কিবোর্ড ‘বিল্ট-ইন’ যন্ত্রাংশ নয়, অ্যাকসেসরিজ হিসেবে ধরা হচ্ছে বলেই জানিয়েছে ম্যাকরিউমারস।
অ্যাপল যে এ ধাঁচের কিবোর্ড আনতে পারে তা অনেক আগেই জানিয়েছেন অ্যাপল পণ্য বিশ্লেষক মিং চি কুয়ো। গত বছরের জুলাইয়ে কুয়ো ভবিষ্যদ্বানী করেছিলেন আইপ্যাড কিবোর্ডে প্রথমে রাবার ডোম নকশা দেখা যাবে, পরে ২০২০-২১ সাল নাগাদ দেখা মিলবে সিজর সুইচ কিবোর্ডের।
আসলেও কিন্তু নিজেদের আগের কিবোর্ড নকশা থেকে সরে এসে নতুন বাটারফ্লাই কিবোর্ড দেখিয়েছে অ্যাপল। গত অক্টোবরেই নিজেদের ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো’তে সিজর সুইচ ডিজাইন নিয়ে এসেছে অ্যাপল।