ফাঁস হয়ে গেল কমপক্ষে ৩ কোটি গ্রাহকের তথ্য। প্রায় হাজারটি দোকান থেকে গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়েছে বলে খবর। এই ঘটনাকেই বিশ্বের বৃহত্তম হ্যাকিংয়ের ঘটনা বলে দাবি করা হচ্ছে। দাবি করেছে আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থা Gemini Advisory। দাবি, বিখ্যাত মার্কিন সংস্থা WaWa-র গ্রাহকদের ব্যাংকিং তথ্য হ্যাংক হয়ে গিয়েছে।
চুরি যাওয়া ব্যাংকিং তথ্য অনলাইনে জোকার্স স্ট্যাশ (Joker’s Stash) নামক এক সংস্থার কাছে বিক্রির জন্য হ্যাকাররা জমা করেছে বলেও দাবি করা হয়েছে ওই রিপোর্টে। কমপক্ষে ৩ কোটি গ্রাহকের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য বিক্রি করা হয়েছে বলেও দাবি।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে WaWa-র সার্ভারে ম্যালওয়ার হানা হয়। যার জন্য বেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল সংস্থার পেমেন্ট ব্যবস্থা।
ওই সময়ই হ্যাকিংয়ের জেরে তথ্য ফাঁস হয় বলে দাবি Gemini Advisory-র। যদিও WaWa-র তরফে সে সময় একই দাবি ভুল বলে জানানো হয়েছিল।