লোকাল নামে নতুন ট্যাব উন্মোচন করতে যাচ্ছে ফ্লিপবোর্ড। এই ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা স্থানীয় গুরুত্বপূর্ণ সংবাদ এবং কনটেন্ট দেখতে পাবেন। খবর এনগ্যাজেট।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ২১টি এবং কানাডার দুইটি শহরের খবর দেখাবে ফ্লিপবোর্ড। মূলত স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন, রেডিও স্টেশ, কলেজ নিউজ সাইট, ব্লগের পাশাপাশি সুপরিচিত প্রকাশনা থেকে কনটেন্ট বাছাই করে দেখাবে ঐ এলাকার ব্যবহারকারীকে।
কোনো ব্যবহারকারী যদি ঐ শহরগুলোর মধ্যে একটিতেও বসবাস না করে তাহলেও তিনি সাবস্ক্রাইব করে ঐ অঞ্চলের খবর দেখতে পাবেন। এসব খবরের মধ্যে ক্রীড়া, বিনোদন, খাবার-দাবার, আবহাওয়া, রিয়েলস্টেট ইত্যাদি বিষয় রয়েছে।
গত বছর এক জরিপের মাধ্যমে ফ্লিপবোর্ড জানতে পারে, মানুষ সাধারণত বড় মিডিয়ার চেয়ে ছোট মিডিয়ার খবরের প্রতি বেশি আস্থা রাখে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে। আর তাই কোম্পানিটি নতুন এই ট্যাব তৈরির সিদ্ধান্ত নেয়।