এবার ক্লাস-অ্যাকশন গোপনীয়তা মামলা মীমাংসায় ৫৫ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে রাজি হয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক। ইলিনয় বায়োমেট্রিক ইনফরমেশন প্রাইভেসি অ্যাক্ট অমান্য করায় এই জরিমানা দিতে হচ্ছে মার্ক জুকার বার্গের কোম্পানিকে।
এর আগে গত বছর মার্কিন এফটিসি’র সঙ্গে মামলায় হেরে ৫০০ কোটি ডলার জরিমানা দিতে বাধ্য হয় ফেসবুক কর্তৃপক্ষ। এবার ইলিনয় অঙ্গরাজ্যে দায়ের করা মামলায় হেরে বছরের শুরুতেই ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারে ব্যক্তির অনুমতি ছাড়া তথ্য সংগ্রহের মামলায় হারলো এই টেক জায়ান্ট। ২০১৫ সালে মামলাটি দায়ের করা হয়েছিলো ।
মামলায় দাবি করা হয়েছিলো, ‘ট্যাগ সাজেশনস’ টুলের জন্য ছবিতে গ্রাহকের মুখ স্ক্যান করা হয় এবং ছবির ওই ব্যক্তিকে তার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে গ্রাহকের সম্মতি ছাড়াই তার বায়োমেট্রিক ডেটা মজুদ করে ফেসবুক। অভিযোগ প্রমাণিত হওয়ায় এই জরিমানা ধার্য করেন ফেডারেল আদালত।
রায় অনুযায়ী, ইলিনয়ের ব্যবহারকারীদের এবং মামলার খরচ পরিশোধ করতে ফেসবুকের ৫৫ কোটি মার্কিন ডলার ব্যয় করা হবে।