অ্যামাজনের মালিকানাধীন রিং ডোরবেল অ্যাপটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে ফাঁস করেছে বলে অভিযোগ করেছে বিশ্বব্যাপী ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকারীদের অধিকার নিয়ে কাজ করা সানফ্রান্সিসকোভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন (ইএফএফ)। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে অ্যাপটির মাধ্যমে ফেসবুক ও গুগলসহ প্রধান চারটি বিপণন সংস্থার কাছে গ্রাহককের নাম, ঠিকানা, মোবাইল নেটওয়ার্ক এবং ডিভাইসগুলোর সেন্সর ডাটার মতো আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
সম্প্রতি ইএফএফ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যান্ড্রয়েডের রিং অ্যাপটি কেবল ব্যবহারকারীদের তথ্য অব্যবস্থাপনাই করেনি, বরং এর সঙ্গে তারা ইচ্ছাকৃতভাবে ব্যবহারকারীদের তথ্য ডাটা ট্র্যাকারদের হাতে তুলে দিচ্ছে।
মার্কিন প্রতিষ্ঠানটি তাদের বিবৃতিতে বলছে, রিং যদিও তাদের গ্রাহকের তথ্যের সুরক্ষা ও গোপনীয়তাকে অগ্রাধিকার দিয়ে থাকে বলে দাবি করে। তবে তাদের এমন দাবি ক্রমান্বয়ে শুধুই কমেই যাচ্ছে না বরং রিং অ্যাপের মাধ্যমে যারা সার্ভিল্যান্স বা পর্যবেক্ষণের আওতায় আসছে, সেসব ব্যবহারকারী ও অন্যান্য সম্প্রদায়কে হুমকির মধ্যে ফেলছে।
রিং অ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সন- ৩.২১.১ পরীক্ষা করে ইএফএফ আরো বলছে, ফেসবুক, গুগল ছাড়াও অ্যাপটি ব্যবহারকারীর ব্যক্তিগত চিহ্নিতকরণ তথ্য বা পিআইআই ব্র্যাঞ্চ ডট আইও, মিক্সপ্যানেল ডটকম, অ্যাপসফ্ল্যাইয়ের মতো প্রতিষ্ঠানের কাছে প্রকাশ করেছে।
তবে ইএফএফের এমন অভিযোগের বিষয়ে সরাসরি নাকচ করেনি অ্যামাজন। মার্কিন জায়ান্ট প্রতিষ্ঠানটির মালিকানাধীন হোম সিকিউরিটি এবং স্মার্টহোম কোম্পানি প্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট গিজমোডোকে দেয়া এক বিবৃতিতে সীমিত পরিমাণ তথ্য সরবরাহের কথা জানিয়েছে।
বিবৃতিতে তারা বলছে, রিং মোবাইল অ্যাপ মূল্যায়ন করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের মতো তারাও তৃতীয় পক্ষের সেবা গ্রহণ করে, যা অ্যাপটির ফিচার উন্নয়নে গ্রাহকের অভিজ্ঞতা ও কার্যকারিতা মূল্যায়নে সহায়তা করে।
তবে রিংয়ের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ নতুন নয়। এর আগে গত নভেম্বরে বিটডিফেন্ডার সিকিউরিটির গবেষকরা অ্যামাজনের রিং ভিডিও ডোরবল প্রোতেও একই ধরনের তথ্য ফাঁস করার অভিযোগ করে। প্রতিষ্ঠানটির গবেষণা বলছে, রিং ভিডিও ডোরবেল প্রো ব্যবহারকারীর ওয়াই-ফাই নেটওয়ার্কের তথ্য প্রকাশ করে দেয়।
বিটডিফেন্ডারের নিরাপত্তা গবেষকরা সে সময় আরো জানান, অ্যামাজনের মালিকানাধীন ডোরবেলটি স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলে এটি ব্যবহারকারীদের ওয়াই-ফাই পাসওয়ার্ড প্রকাশ করে দেয়।