ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, এখনো অনেকে ফেসবুকের কিছু নিয়মের ওপর বিরক্ত। তাই ভিন্ন কিছু করার উদ্যোগ নেয়া হচ্ছে। ফেসবুক নতুন কৌশলে এগোচ্ছে। এর অংশ হিসেবে কিছু পরিবর্তন আনা হচ্ছে। এ পরিবর্তন হয়তো কারো বিরক্তির কারণ হতে পারে।-এমন খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যে সিলিকন স্লোপস টেক সামিটে বক্তব্য রাখেন মার্ক জাকারবার্গ। যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে তাদের বার বার আমন্ত্রণ জানানো হচ্ছে। তারা বিভিন্ন ধরণের সেন্সর করতে চায়। এটি নিয়ে জাকারবার্গসহ ফেসবুক কর্তৃপক্ষ বিরক্ত হচ্ছেন। শিগগিরই ক্ষতিকর কনটেন্ট সরিয়ে ফেলে প্রচারের সীমা নির্ধারণ করা হবে বলে ওই সামিটে জানান জাকারবার্গ।
তিনি আরো জানান, শুধু বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয়ের জন্য ফেসবুক বানাননি। ফেসবুকে ফ্রিতে সেবা দেয়ার চিন্তা করতেন তিনি।