সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের নেতৃত্ব ও একক কর্তৃত্ব নিয়ে নানা সমালোচনার মুখোমুখি হতে হয় প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে। কিন্তু তিনি মানুষকে জানাতে চান অর্থের জন্য ফেসবুক চালু করেননি। যারা এমন ভাবেন, এটা তাদের ভুল ধারণা।
সিলিকন স্লোপস টেক সামিটে তিনি বলেন, অনেক ব্যবসা শুরুর জন্য বা একগুচ্ছ বিজ্ঞাপন বিক্রির জন্য কিংবা বড় অংকের অর্থ কামানোর জন্য ফেসবুক প্রতিষ্ঠা করিনি। আমি মনে করি বিজ্ঞাপন এমন অসাধারণ মডেল, যার মাধ্যমে আমরা সবাইকে বিনা মূল্যে একটি সেবা দিতে পারি। ফেসবুকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। কারো ভাষ্যে ফেসবুক বন্ধ করে দেয়া উচিত।
কেউ মনে করেন, প্রতিষ্ঠানটিকে ভেঙে এর সেবাগুলো পৃথক করা হলে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। তবে এসবে কান না দিয়ে চলতি দশকে নতুন লক্ষ্য হাতে নিয়েছেন মার্ক জাকারবার্গ। পরবর্তী ১০ বছর যাতে মানুষ তাকে বুঝতে পারে, সে লক্ষ্যে কাজ শুরু করেছেন তিনি।