আগামী ২৩ ফেব্রুয়ারি মটোরোলা একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে মটো জি৮, মটো জি৮ পাওয়ার এবং মটো এজ প্লাসের ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি উন্মোচিত হতে পারে মটো জি স্টাইলাস, যার সব তথ্য এখন অনলাইনে ফাঁস হয়েছে। খবর জিএসএম এরিনা।
মটো জি৮ পাওয়ার আরেকটি সংস্করণ মটো জি স্টাইলাসের মডেল নাম্বার এক্সটি২০৪৩-৪, যাতে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে এবং থাকবে ৪ গিগাবাইট র্যাম। ফোনটি ৬৪ জিবি এবং ১২৮ জিবি ইন্টারন্যাল মেমরি নিয়ে দুটি সংস্করণে আসবে।
স্টাইলাস সম্বলিত ফোনটিতে থাকবে ৬.৩৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। উপরে বাম কোনে থাকবে পাঞ্চ হোল।
মটো জি স্টাইলাসের সামনে সেলফি তোলার জন্য ২৫ মেগাপিক্সেল স্ন্যাপার থাকবে। পিছনে থাকবে তিন ক্যামেরা, যেগুলো যথাক্রমে- ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৬ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো মডিউল। ১৬ মেগাপিক্সেল ইউনিটটি হবে অ্যাকশন ক্যাম, যা সর্বপ্রথম মটোরোলা ওয়ান অ্যাকশনে উন্মোচন করা হয়েছিলো।
পিছনে ফিঙ্গারপ্রিন্ট রিডার সম্বলিত ফোনটি থাকছে ৪০০০ এমএএইচ ব্যাটারি ও ১০ ওয়াটের চার্জিং সুবিধা। এটি ডুয়াল সিম এবং এনএফসি সমর্থন করবে।