চলতি বছর গেমিং ডিভাইস সুইচের নতুন কোনো মডেল বাজারে ছাড়বে না নিনতেন্দো। গত শুক্রবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুনতারো ফুরুকাওয়া এ তথ্য জানান। এর মাধ্যমে সুইচের আপগ্রেড ভার্সন বাজারে আসা নিয়ে গুজবের অবসান হলো।
গত বছরের সেপ্টেম্বরে হাতে রেখে ব্যবহার করা যায় সুইচের এমন একটি মডেল বাজারে ছেড়েছিল নিনতেন্দো। এ কারণে বছর শেষের কেনাকাটার মৌসুমে সুইচের চাহিদা ভালো ছিল।
বাজারে আসার তৃতীয় বছর শেষ হতে চলায় সুইচের আরেকটি বহনযোগ্য উন্নত সংস্করণ আনা হচ্ছে দীর্ঘদিন ধরে গুজব চলছে। তবে এ গুজবে পানি ঢেলে দিয়েছেন ফুরুকাওয়া। তিনি বলেন, চলতি বছর তার প্রতিষ্ঠানের সুইচের নতুন কোনো মডেল বাজারে ছাড়ার পরিকল্পনা নেই।
ফুরুকাওয়ার এ ঘোষণার একদিন আগেই নিনতেন্দো আগামী মার্চে শেষ হতে চলা বিপণন বর্ষে ১ কোটি ৯৫ লাখ ইউনিট সুইচ বিক্রির পূর্বাভাসের কথা জানায়। এর আগে প্রতিষ্ঠানটি এ সময়ে ১ কোটি ৮০ লাখ ইউনিট সুইচ বিক্রির পূর্বাভাস দিয়েছিল।
তবে পূর্বাভাসের এ পরিবর্তন নিনতেন্দো রক্ষণশীল অবস্থানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ গত ডিসেম্বর পর্যন্ত চলতি বিপণন বর্ষের প্রথম নয় মাসে নিনতেন্দো ১ লাখ ৭৭ হাজার ইউনিট সুইচ বিক্রি করেছে। এর মাধ্যমে ডিভাইসটির মোট বিক্রি ৫ কোটি ২০ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে।
প্রসঙ্গত, সুইচ জাপানি ইলেকট্রনিকস পণ্য নির্মাতা নিনতেন্দোর জনপ্রিয় ব্র্যান্ডগুলোর একটি। ২০১৭ সালের মার্চে ডিভাইসটি প্রথম বাজারে ছাড়া হয়।