যখন ব্ল্যাকবেরি গ্রাহকদের কাছে জনপ্রিয়তা হারাতে শুরু করে, তখন কোম্পানিটি ইলেকট্রোনিক্স এবং অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক কোম্পানি টিসিএলের সাথে অংশীদারিত্ব শুরু করে। এরপর উভয় কোম্পানি মিলে কিওয়ান, কি২ এর মতো ব্ল্যাকবেরি ব্র্যান্ডেড অ্যান্ড্রয়েড ফোন তৈরি করে। খবর এনগ্যাজেট।
ইতিমধ্যেই উভয় কোম্পানির মধ্যে অংশীদারিত্বের চার বছর পেরিয়ে গেছে। তবে এখন টিসিএল ঘোষণা দিয়ে চলতি বছরের আগস্ট পর্যন্ত টিকে থাকবে এই অংশীদারিত্ব।
অংশীদারিত্ব শেষ হলেও বর্তমান গ্রাহকদের হতাশ হওয়ার কিছু নেই। বর্তমানে বিদ্যমান থাকা মডেলগুলোর জন্য ২০২২ সালের ৩১ আগস্ট পর্যন্ত সহায়তা দেবে টিসিএল, যেটি চীন সরকারের আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠান। টিসিএল নিজেদের স্মার্টফোন তৈরি করা শুরু করলেও শাওমি, হুয়াওয়ের মতো চীনা কোম্পানির সাথে প্রতিযোগিতার সম্মুখীন হয় কোম্পানিটি।
টিসিএলের ব্ল্যাকবেরি ব্র্যান্ডেড ফোনগুলোতে ফিজিক্যাল কোয়ার্টি কিবোর্ড থাকে, যা ফোনটি জনপ্রিয়তা পাওয়ারও অন্যতম কারণ।