বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজার ভারতে সবচেয়ে দ্রুতবর্ধনশীল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ডের তকমা দখলে নিয়েছে আইফোন নির্মাতা অ্যাপল। দেশটির প্রিমিয়াম স্মার্টফোন বাজারে গত বছর অ্যাপল ৪১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে ভারতের ৩০ হাজার রুপি এবং এর চেয়ে বেশি মূল্যের প্রিমিয়াম ডিভাইস বাজারে নেতৃত্ব ধরে রেখেছে চীনভিত্তিক ওয়ানপ্লাস।
দেশটির প্রিমিয়াম স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের বার্ষিক প্রবৃদ্ধি ২ শতাংশ কমায় দ্বিতীয় অবস্থানে নেমেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
২০১৯ সালে ভারতে প্রিমিয়াম স্মার্টফোন সরবরাহে ২৯ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি দেখা গেছে। ডিভাইস বিক্রিতে আগ্রাসী অফার, তুলনামূলক সাশ্রয়ী প্রিমিয়াম স্মার্টফোন সরবরাহ এবং মূল্য কমানোয় ক্রেতা পর্যায়ে ডিভাইস হালনাগাদের চাহিদা বেড়ে যায়, যা বাজারটিতে প্রিমিয়াম স্মার্টফোন বিক্রি প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
গত বছর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ভারতে আইফোন এক্সআরের মূল্য কমানো এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে প্রিমিয়াম আইফোন বিক্রিতে উল্লেখযোগ্য বার্ষিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে অ্যাপলের অবস্থান আরো দৃঢ় হবে। কারণ ক্রমবর্ধমান বাজারটিতে এরই মধ্যে আইফোনের উৎপাদন কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। চুক্তিভিত্তিক পণ্য উৎপাদনকারীদের মাধ্যমে দেশটিতে আইফোন তৈরি করছে অ্যাপল। এ উদ্যোগগুলো স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজার ভারতে অ্যাপলের অবস্থান দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আইফোন এক্সআর এরই মধ্যে দেশটির শীর্ষ আল্ট্রা প্রিমিয়াম স্মার্টফোন মডেলের তকমা দখলে নিয়েছে। এর পরই আছে স্যামসাং গ্যালাক্সি এস১০ প্লাস ও ওয়ানপ্লাস ৭ প্রো ডিভাইস।
গত বছরজুড়ে ওয়ানপ্লাস ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছিল। চীনভিত্তিক এ প্রতিষ্ঠান দেশটির প্রিমিয়াম স্মার্টফোন বাজারের ২৮ শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখেছে। এর সুবাদে ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারের এক-তৃতীয়াংশ দখলে নিতে সক্ষম হয়েছে ওয়ানপ্লাস। দেশটিতে ওয়ানপ্লাস প্রথম ২০ লাখ ইউনিট প্রিমিয়াম স্মার্টফোন সরবরাহকারী ব্র্যান্ডে পরিণত হয়েছে। গত বছর দেশটিতে ওয়ানপ্লাস আল্ট্রা প্রিমিয়াম সিরিজগুলোর পোর্টফোলিও ২৫ শতাংশ বাড়িয়েছে। ইতিবাচক সাড়া ফেলেছে ওয়ানপ্লাস প্রো সিরিজের ডিভাইসগুলো।
ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে গ্যালাক্সি এস১০ সর্বাধিক বিক্রীত ফ্ল্যাগশিপ হওয়া সত্ত্বেও স্যামসাং তার অবস্থান ধরে রাখতে পারেনি। তবে স্যামসাংয়ের আল্ট্রা প্রিমিয়াম ডিভাইসের সরবরাহ গত বছর ২৪ শতাংশ বেড়েছে। সামগ্রিকভাবে ডিভাইস সরবরাহে ২০১৮ সালের তুলনায় প্রবৃদ্ধি বেড়ে ৭৯ শতাংশে পৌঁছেছে।