শুরু হলো বেসিস সফট এক্সপো ২০২০। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ৩টায় মেলার উদ্বোধন স্থল আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে পৌঁছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ। তিনি স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় জাতীয় সঙ্গীত। এরপর একে এক শুরু হয় পবিত্র কোরআন থেকে পাঠ করা হয়। এরপর একটি ডামি মোবাইলে ফোনের বাটন চেপে মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
এই বাটন চাপার সঙ্গে সঙ্গে একটি ভিডিও তথ্যচিত্রে দেশের আইসিটি খাতের হালচাল তুলে ধরা হয়।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, মেলার প্লাটিনাম স্পন্সর ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসিস সফটএক্সপো ২০২০ এর আহ্বায়ক এবং বেসিস-এর সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান।