বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান বেসিস সফট এক্সপো ২০২০ এর দ্বিতীয় দিন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রয়েছে ২টি গোল টেবিল বৈঠক, আউটসোর্সিং সভা, সিএক্সও লিডারশিপ মিট ও ১টি টেক শেসন ।
সকাল ১১টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত থিয়েটার হলে অনুষ্ঠিত হবে ‘সরকারি ডিজিটাল সেবা সংক্রান্ত টেন্ডার প্রণয় সেবার আদ্যপান্ত’ বিষয়ে। একইসময়ে ১ম তলার গুলনকশা হলে অনুষ্ঠিত হবে ‘ভবিষ্যত প্রস্তুতি: ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল স্বাক্ষরতা’ বিষয়ক গোল টেবিল বৈঠক।
বাংলাদেশ কম্পিউটার সমিতি সভাপতি শাহিদ উল মুনীর এর সভাপতিত্বে ‘ভবিষ্যত প্রস্তুতি: ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল স্বাক্ষরতা’ গোলটেবিল আলোচনায় বক্তা হিসেবে থাকছেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সৈয়দ আক্তার হোসেন, মোঃ হাবিবুল্লাহ তুহিন, রাশাদ কবীর, প্রকৌশলী লিয়াকত আলী, আব্দুল কাইয়্যুম মাসুদ, মোহাম্মাদ জামাহেদ আলম, রোখসানা আফরোজ এবং ডিডিএফ প্রেসিডেন্ট সানোয়র হোসেন ও জেনারেল সেক্রেটারি খালেদ সাইফুল্লাহ।