রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে ১৬তম বেসিস সফটএক্সপো ২০২০। মেলার দ্বিতীয় দিন শুক্রবারে স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
চার দিনব্যাপী আয়োজনের বেসিস সফটএক্সপো ২০২০ চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের সফটএক্সপো আয়োজনে রাখা হয়েছে তিনশ’রও বেশি দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল, ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সেমিনার, ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনোভেটিভ প্রজেক্ট শো-কেসিং, ব্যবসা প্রসারের লক্ষ্যে দেশি-বিদেশি ব্যবসায়ীদের ‘বিটুবি ম্যাচমেকিং সেশন’, শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অংশগ্রহণে সিএক্সও লিডারশিপ মিট এবং কনসার্ট।
এ ছাড়াও দুই হাজারেরও বেশি শিক্ষার্থী নিয়ে একটি ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’-এর আয়োজনও রাখা হয়েছে।
শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় মেলায় অনেক অভিভাবকদেরকেই সন্তানদের নিয়ে মেলায় ঘুরতে আসতে দেখা গেছে। “তথ্য-প্রযুক্তির প্রসারে আমাদের দেশ নিয়মিত এগিয়ে যাচ্ছে, তরুন উদ্যোক্তাদের জন্য এই মেলায় অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে।”- বলেন এক অভিভাবক।
আগ্রহীরা চাইলে সংশ্লিষ্ট ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ফেইসবুক পেইজ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন বেসিস সফটএক্সপো সম্পর্কে।