চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে হলে বাংলাদেশকে এখন থেকেই প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।
শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত বেসিস সফট এক্সপো-২০২০ এর দ্বিতীয় দিনে সিএক্সও সেমিনারে এ কথা বলেন আলোচকরা। সেমিনারে বেসরকারি খাতের ব্যবসায়ী, বেসিস প্রতিনিধি, জাপানি ব্র্যান্ড সনির সাবেক চেয়ারম্যান কুনিটেক আন্দো আলোচনায় অংশ নেন।
সনির সাবেক চেয়ারম্যান বলেন, ২০২৩ সালের মধ্যে জাপানের বিভিন্ন খাতে প্রায় ৬ লাখ দক্ষ প্রকৌশলী প্রয়োজন হবে।
এক্ষেত্রে বাংলাদেশ জাপানে দক্ষ জনশক্তির চাহিদার সুযোগ নিতে পারে। এছাড়া দেশীয় শিল্পে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ব্যবহারের আহ্বান জানান বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর।