চীনের প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নতুন গেইমিং কনসোল প্লেস্টেশন ৫-এর উন্মোচন পেছাতে পারে নির্মাতা প্রতিষ্ঠান সনি।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, চীনে উৎপাদনের কারণে প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স দু’টোরই উন্মোচন পেছানো হতে পারে।
চলতি বছর ছুটির মৌসুমে নতুন গেইমিং কনসোলটি উন্মোচনের লক্ষ্য ছিলো সনির। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জেফরিস গ্রুপের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানিয়েছে সময় মতো কনসোলটি বাজারে আনার লক্ষ্য হয়তো পূরণ করতে পারবে না সনি।
জেফরিস গ্রুপের নথিতে বলা হয়েছে, “যদি প্রতিষ্ঠানগুলোর উৎপাদন এক মাসের বেশি বন্ধ রাখা হয়, উন্মোচনের তারিখ পেছাবে। ২০২০ সালের বসন্তে কনসোল উন্মোচনের পরিকল্পনা থাকলে সরবরাহ চেইনে বিলম্ব দেখা দিতে পারে।”
করোনাভাইরাসের কারণে শুধু প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স বিলম্বের শিকার হচ্ছে তেমনটা নয়, এর প্রভাব পড়ছে অন্যান্য প্রযুক্তিপণ্যেও।
সম্প্রতি নিক্কি এশিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ভাইরাসের কারণে নতুন আইফোনের উন্মোচন পেছাতে বাধ্য হতে পারে অ্যাপল।
অন্য আরেকটি প্রতিবেদনে বলা হয়, চলতি বছর প্রথমার্ধে আইফোনের উৎপাদন ১০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা ছিলো প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির।