এশিয়ার বাজারে লঞ্চ হল রেডমি 8এ ডুয়াল। এন্ট্রি লেভেল সেগমেন্টের এই ফোন নিয়ে এসেছে শাওমি। এই ফোনের পিছনে বিশেষ টেক্সচার্ড ডিজাইন ব্যবহার হয়েছে। ফলে এক হাতে এই ফোন ব্যবহারে সুবিধা হবে। লঞ্চের সময় এই ফোনে ভোল্টে ও ভোইফাই সাপোর্ট থাকছে।
ডুয়াল সিম রেডমি 8এ ডুয়াল এ অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির এমআইইউআই ১১ স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি ৬.২২ ইঞ্চি এইচডি + ডিসপ্লে। ডিসপ্লের উপরে গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট, ৩ জিবি র্যাম আর ৩২ জিবি স্টোরেজ।
ছবি তোলার জন্য রেডমি 8এ ডুয়াল -এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে থাকছে ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর ও এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে।
রেডমি 8এ ডুয়াল-এ থাকছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। এই ফোনে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি। বিশাল ব্যাটারি জলদি চার্জ করার জন্য ১৮ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই ফোনের ওজন ১৮৮ গ্রাম।