অবশেষে বাতিল করা হলো বিশ্বের সর্ববৃহৎ মোবাইল প্রযুক্তি প্রদর্শনের আয়োজন। আয়োজক দেশ বার্সেলোনা তাদের দেশের পরিবেশ ও স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় এনে সম্মেলনটি এব বছর বাতিল করলো। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)২০২০ হচ্ছে না বলে সাফ জানিয়েছে দিয়েছে জিএসএমএ ইন্ডাস্ট্রি গ্রুপ (জিএসএমএ)।
১২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনা ভাইরাস বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে ভ্রমণ বিষয়টি এখন বেশ ঝুঁকির। সার্বিক বিবেচনায় জিএসএমএ এবার এই মেলা করছে না। তবে ২০২১ সালে আয়োজনটি যথারীতি আয়োজন করা হবে।
জিএসএমএ সিইও জন হফম্যানের বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, করনো ভাইরাস এতটাই মারত্মক আকার ধারণ করেছে যে এই ইভেন্টটি অনুষ্ঠান অসম্ভব হয়ে পড়েছিলো। এ করাণেই ১২ ফেব্রুয়ারি সেন্ট্রাল সময় ১২টা ৩৭ মিনিটে এটি বাতিলের ঘোষণা দেয়া হয়েছে।
এর আগে ১০ ফেব্রুয়ারি সনি, টিসিএল এবং আমাজন সম্মেলন থেকে নিজেদের গুটিয়ে নেয়। এর দুই দিন আগে ৮ ফেব্রুয়ারি সম্মেলনে অংশ না নেয়ার কথা জানায় এনভিডিয়া। ৭ ফ্রেব্রুয়ারি সম্মেলন থেকে সরে দাঁড়ায় এরিকসন।