প্রথমবারের মতো এবছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলো রিয়েলমি, তবে কি ঘটেছে সেটি সকলেই জানেন। তবে রিয়েলমি আলাদা উপায় খুঁজেছে এবং এক্স৫০ প্রো ফাইভজি উন্মোচনের সিদ্ধান্তই থাকছে। সনির মতোই রিয়েলমিও অনলাইন ইভেন্টের মাধ্যমে ফোনটি উন্মোচন করবে। খবর জিএসএম এরিনা।
এক বিবৃতিতে রিয়েলমি জানায়, করোনাভাইরাসের জেরে সকল পরিস্থিতির প্রভাব এবং বিকল্প উপায় নিয়ে সচেষ্ঠ আছে রিয়েলমি। এমনকি আমরা চীনের কর্মকর্তা বাদেই স্পেনে ইউরোপিয়ান টিমের মাধ্যমে অংশগ্রহণের পরিকল্পনাও নিয়েছিলাম।
ভাইরাসের প্রভাব এবং এমডব্লিউসি বন্ধ হবার কারণে আমরা এমডব্লিউসি বার্সেলোনাতে অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করেছি। সেখানে আমাদের প্রথম ফাইভজি ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি এক্স৫০ প্রো ফাইভজি উন্মোচনের পরিকল্পনা ছিলো।
তবে এমডব্লিউসিতে না হলেও পরিকল্পনা মতো ২৩ ফেব্রুয়ারিতেই উন্মোচিত হবে ফোনটি। আর সেটি অনলাইন ইভেন্টের মাধ্যমে হবে।