সম্প্রতি করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। চীন প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ‘ক্লোজ কন্ট্যাক্ট ডিটেক্টর’ নামে বিশেষ একটি অ্যাপ চালু করেছে। ধারণা করা হচ্ছে, অ্যাপটি করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই অ্যাপ ব্যবহারকারী যদি কোনো করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছে যান, তখন অ্যাপটি মোবাইল ফোনে সতর্ক বার্তা দেখাবে। তবে অ্যাপটি করোনা ভাইরাস কীভাবে শনাক্ত করবে সে বিষয়ে কিছু বলা হয়নি।
অ্যাপটি সরাসরি ফোনের সঙ্গে নিবন্ধিত হবে। এর জন্য ব্যবহারকারীর নিজ নাম ও আইডি নম্বর দেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
চীনের নানাবিধ সরকারি বিভাগের সহযোগিতায় ‘জেনারেল অফিস অব দ্য স্টেট কাউন্সিল’, ‘ন্যাশনাল হেলথ কমিশন’ ও ‘চীনা ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনস’ অ্যাপটি তৈরি করেছে। অ্যাপটি গণপরিবহনে, কর্মক্ষেত্রে বা একই বাড়িতে অনেকে থাকেন এমন পরিবেশে সকলকে সহযোগিতা করতে পারবে। এছাড়া এর মাধ্যমে জনগণের চলাচলের ওপর চীনা কর্তৃপক্ষ আরও বেশি নজরদারি করতে পারবে।