মোবাইল প্রেমীদের কাছে একাধিক নতুন ফোন এনে নিজেদের জায়গা করে নিয়েছে শাওমি। আর এবারে তারা সাধারণ মানুষদের জন্য নিয়ে এল এক নতুন চার্জার। যার ফলে আখেরে সুবিধা হবে ক্রেতাদেরই।
জানা গিয়েছে, শাওমি ইউএসবি টাইপ সি চার্জার নিয়ে এসেছে। যার ফলে যে সকল প্রোডাক্টে ইউএসবি টাইপ সি চার্জ সাপোর্ট রয়েছে সেই সব প্রোডাক্টে চার্জ দেওয়া যাবে। অর্থাৎ একটি চার্জার দিয়ে কাজ হবে একাধিকের।
ইতিমধ্যে চিনে এই প্রোডাক্ট লঞ্চ করেছে শাওমি। আর এই একটা চার্জার ব্যবহার করে চার্জ দেওয়া যাবে স্মার্টফোন, ল্যাপটপ, ও ট্যাবলেটে চার্জ দেওয়া যাবে। ভারতের বাজারে কবে এই চার্জার আসবে তা এখনও জানা যায়নি।
চিনের বাজারে এই চার্জারের দাম ১২৯ ইউয়ান। এই চার্জার ব্যবহার করে ম্যাকবুক প্রোতে মাত্র ১ ঘণ্টা ৫০ মিনিটে চার্জ দেওয়া যাবে। পাশপাশি আইফোন১১ এ ৫০ শতাংশের কম সময়ের মধ্যে চার্জ দেওয়া যাবে। পাশাপাশি এইচপি, লেনোভো, আপেল, ডেল, স্যামসাং, রেজার, আসুসএর ল্যাপটপ খুব তাড়াতাড়ি চার্জ দেওয়া যাবে।