আইফোন ১২’তে অ্যানটেনা ব্যবহারের নকশা প্রস্তুত করছে অ্যাপল। ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি আগে কোয়ালকমের কিউটিএম৫২৫ এমএমওয়েভ অ্যানটেনা মডিউল ব্যবহারের চেষ্টা করেছিল। কিন্তু আইফোন ১২’র ডিজাইনের সঙ্গে খাপ খায়নি।
এবার প্রতিষ্ঠানটি নিজেরা অ্যানটেনা তৈরি করছে। নির্ধারিত সময়ের ভেতর নিজেদের অ্যানটেনা প্রস্তুত না হলে কোয়ালকমের বিকল্প আরেকটি অ্যানটেনা ব্যবহার করতে চায় অ্যাপল। সেটি নিয়ে কাজ শুরু হয়েছে।
অ্যানটেনার নকশা করা এমনিতে কঠিন কাজ। এর সঙ্গে ৫জির সংযোগ দিতে চাইলে কাজটি আরও কঠিন হবে অ্যাপলের জন্য।
৫জি আইফোনে পর্যায়ক্রমিক বিন্যাসের দুই পার্ট বিশিষ্ট একটি অ্যানটেনা ব্যবহার করা হবে। এটি একসঙ্গে রেডিও সংকেতের কাঠামো হিসেবে কাজ করবে।
অ্যানটেনা ফোনের প্রস্তুত কার্যক্রম চলতি বছরেই শুরু হবে। বাজারে আসতে আসতে ২০২১ সালের শেষদিক পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।