গত এক দশকে স্মার্টফোনের ডিসপ্লের আকার ব্যাপকভাবে বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে স্মার্টফোনের কার্যকারিতা ও ক্ষমতা। এমনকি ক্ষমতার দিক থেকে একটি প্রিমিয়াম স্মার্টফোন এখন একটি সাধারণ ব্যক্তিগত কম্পিউটারের চেয়ে খুব একটা পিছিয়ে নেই। অবশ্য ডিসপ্লের আকার কিছু সাধারণ কাজ যেমন লেখালেখি, ওয়েব ব্রাউজিং, সিনেমা দেখা এসবের জন্য উপযুক্ত নয়। এ সীমাবদ্ধতার সমাধান নিয়ে আসছে দক্ষিণ কোরীয় দুই জায়ান্ট এলজি ও স্যামসাং। তারা তৈরি করছে স্মার্টফোনের জন্য বহনযোগ্য বড় ডিসপ্লে।
স্যামসাং অবশ্য কয়েক বছর ধরেই এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে। ‘ডেক্স’ ব্র্যান্ড নামে স্যামসাং শুধু গ্যালাক্সি ফোনের সঙ্গে ডেস্কটপ ডিসপ্লে বা ল্যাপটপের সঙ্গে সংযোগ করার সুবিধা দেয়। বহনযোগ্য ডিসপ্লে ডেক্সবুক নামে বাজারজাত করা হতে পারে।
জানা গেছে, ডেক্সবুক হবে ১৪ দশমিক ১ ইঞ্চির একটি ডিসপ্লে, এর পেছনে থাকবে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ওজন হবে এক কেজি।
এলজির ডিসপ্লেটির এখনো নাম দেয়া হয়নি। তবে এর ডিসপ্লেটির আকারও একই হবে। ব্যাটারি হবে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার এবং পুরুত্ব হবে মাত্র ৯ মিলিমিটার।