ঘোরাফেরার জন্য আদর্শ ছোট্ট এই স্পিকার বাজারে নিয়ে এল শাওমি । ইতিমধ্যেই এমআই ডটকম থেকে এই স্পিকার বিক্রি শুরু হয়েছে। একটি ৫ওয়াট স্পিকার ব্যবহার হয়েছে। থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, এক চার্জে চলবে ২০ ঘণ্টা। ইতিমধ্যেই কালো রঙে এই স্পিকার বিক্রি শুরু করেছে শাওমি ।
এমআই আউটডোর ব্লুটুথ স্পিকার -এ থাকছে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি। স্পিকারের ভিতরে একটি ২ হাজার এমএএইচ ব্যাটারি থাকছে। কোম্পানির দাবি সম্পূর্ণ চার্জে 20 ঘণ্টা চলবে এই ডিভাইস। চার্জিংয়ের জন্য থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট। এছাড়াও থাকছে একটি AUX পোর্ট।
আইপিএক্স৫ রেটেড এই স্পিকারে জলের ছিঁটে লাগতে ক্ষতি হবে না। যদিও জলে ডুবিয়ে দিলে এই স্পিকার খারাপ হবে। স্পিকারের সঙ্গেই রয়েছে একটি স্ট্র্যাপ। থাকছে একটি পাওয়ার বাটন, একটি প্লে বাটন ও একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন। স্মার্টফোন থেকে ফোন করার জন্য থাকছ একটি মাইক্রোফোন।
সোমবার ট্যুইটারে নতুন এই ওয়্যারলেস স্পিকারের ঘোষণা করেছেন ভারতে শাওমি প্রধান মনু কুমার জৈন। ইতিমধ্যেই এমআই ডটকম থেকে বিক্রি শুরু হয়েছে এই ডিভাইস।