ভারতে বেঙ্গালুরু ও হায়দরাবাদে প্রিমিয়ার প্রকৌশল এবং ইনোভেশন হাব চালুর পর এবার নয়ডায় একটি উন্নয়নকেন্দ্র (আইডিসি) চালু করেছে মাইক্রোসফট। তথ্যপ্রযুক্তির বৃহত্তম বাজার ভারত। সাম্প্রতিক সময় দেশটিতে প্রকৌশল কর্মদক্ষতা বিস্তারের লক্ষ্যে মার্কিন সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট তাদের দুটি সফল ইনোভেশন হাব চালুর পর তৃতীয় উন্নয়নকেন্দ্র চালু করল। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
বিবৃতিতে মাইক্রোসফট জানায়, তাদের উন্নয়নকেন্দ্র, প্রিমিয়ার প্রকৌশল ও ইনোভেশন হাব ভারতে হাজার হাজার প্রকৌশলীর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি করবে। দেশটিতে উন্নত সব সুযোগ-সুবিধাসংবলিত আরো একটি পূর্ণাঙ্গ উন্নয়নকেন্দ্র চালুর পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের ইন্ডিয়া উন্নয়নকেন্দ্রের উপদেষ্টা বোর্ডের সভাপতি ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কর্ট ডেলবিনি বলেন, মাইক্রোসফট গত দুই দশকে ভারতে একটি শক্তিশালী প্রকৌশল ব্যবস্থা তৈরি করেছে। এরই অংশ হিসেবে নয়ডায় কার্যক্রমের সম্প্রসারণ ঘটাতে পেরে আমরা আনন্দিত। অঞ্চলটির প্রতিটি গ্রাহককে সক্ষমতা বাড়াতে সহায়তা করবে মাইক্রোসফট।
মাইক্রোসফটের ইন্ডিয়া উন্নয়নকেন্দ্র এবং প্রকৌশল বিভাগ একত্রে কাজ করবে। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও গবেষণা, ক্লাউড অ্যান্ড এন্টারপ্রাইজ এবং অভিজ্ঞতা ও ডিভাইস গ্রুপ মূল পরিষেবা সমূহে থাকবে। এটিতে মাইক্রোসফটের লাইভ স্ট্রিমিং গেমিং প্লাটফর্ম দলের ক্ষেত্রেও মিশ্রণ রেখেছে তারা। এভাবেই ওয়াশিংটন সদর দপ্তরের বাইরে গেমিং দলটির হোস্টিংয়ের প্রথম কেন্দ্র হয়ে উঠবে ভারত বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
মাইক্রোসফট ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা পরিচালক রাজীব কুমার জানান, বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে উদ্ভাবনী প্রভাব বেড়ে চলেছে। এর সমাধান তৈরিতে একটি সত্যিকারের অগ্রণী প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ভারতের নয়ডা অঞ্চলের প্রকৌশলীদের কর্মদক্ষতাকে কাজে লাগাতে তারা আগ্রহী।
১৯৯৮ সালে ভারতের হায়দরাবাদে মাইক্রোসফট প্রথম উন্নয়নকেন্দ্র স্থাপন করেছিল। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে পণ্য ও সেবা উন্নয়ন কৌশলের অংশ হিসেবে বিভিন্ন দেশে উন্নয়নকেন্দ্র চালু করে আসছে মাইক্রোসফট।