টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে কলকাতায় পা রেখেছে ২০১৭ সালে বাংলাদেশ ঘুরে যাওয়া যন্ত্রমানবী সোফিয়া।
নজরুল মঞ্চে নিজের পরিচয়ে সে বলে, ‘আমার নাম সোফিয়া। আমি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট। মানুষের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে দুনিয়াটাকে বদলে দেওয়ার কাজে সহযোগিতা করতে চাই।’
২০১৬ সালে ‘অ্যাক্টিভেট’ বা প্রাণদান করা হয় সোফিয়ার ধাতব শরীরে। হংকংয়ের ‘হ্যানসন রোবটিক্স’ সংস্থার তৈরি এই যন্ত্রমানবীকে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব। প্রাচীন মিশরের রানি নেফারতিতি আদলে গড়া মুখে প্রায় ৬০ রকমের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারে সোফিয়া।
এদিন তাকে প্রশ্ন করা হয়, কলকাতা এসে কেমন লাগছে? উত্তরে খানিকটা চিন্তা করে সে বলে, ‘ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা। এই শহর নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের।’
এদিন শাড়ি পরে ছাত্রদের সঙ্গে রীতিমতো আলোচনায় মেতে ওঠে সোফিয়া। প্রশ্নোত্তর পালা চলাকালীনই একটি ইঙ্গিতবহ কথা বলে সে, ‘আমি ৬৬টি দেশে ঘুরেছি, কোথাও কাগজ দেখাতে হয়নি। কোনও পরিচয়পত্রও লাগেনি।’
এই কথার মধ্য দিয়ে সোফিয়া মূলত ভারতের এনআরসি ব্যবস্থা স্মরণ করেছে।