বাইকে বসে গরু কিংবা কুকুর নিয়ে যাওয়ার ঘটনা এর আগে বহুবার আলোচনায় এসেছে। এমনকি কুকুরে বাইক চালানোর ঘটনাও ঘটেছে। তবে এবার রিক্সা চালাতে দেখা গেল এক কুকুরকে। সেটাও আবার রোবট কুকুর।
রোবট তৈরির প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক ওই রোবট কুকুর তৈরি করেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক শেভেজ প্রযুক্তি বিষয়ক একটি অনুষ্ঠান করেন; যার নাম টেস্টেড। তিনি ওই অনুষ্ঠানে দেখান, একটি রোবট কুকুর রিক্সায় যাত্রী তুলে নিয়ে যাচ্ছে।
মজার ব্যাপার হলো- রোবট রিক্সায় যাত্রী হিসেবে ছিলেন ওই সাংবাদিক নিজেই। পুরো এপিসোডটি ২৮ মিনিটের। ইউটিউবে সেই ভিডিও রয়েছে। পরে কেবল রিক্সায় চড়ার ওই মুহূর্তে টুইটারে পোস্ট করা হয়।
Spoiler alert: Robot uprising aside, you'll be rooting for Spot. New Spot video, featuring a rickshaw @donttrythis built, here: https://t.co/O6O37g594N pic.twitter.com/eoHODebSvu
— Tested (@testedcom) February 17, 2020
এরপর সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। জানা গেছে, রোবট কুকুরের ওজন মাত্র ১৪ কিলোগ্রাম। রিক্সাটিতে দু’টি চাকা রয়েছে এবং সামনের দিকে থাকছে রোবটটি। সেই রোবটের চার পা রয়েছে।
রিক্সাটি রোবটের পিঠের সঙ্গে বেঁধে দেওয়ার পর নির্দেশনা অনুসারে তা দৌড়ে টেনে গন্তব্যে নিয়ে যাচ্ছে কুকুরটি।