কিছু কিছু অ্যাপ আছে খুবই বিরক্তকর। কোনো অপশনে ক্লিক করলেই অজান্তে অন্য কোনো সাইটে ঢুকে যায়। অনেক সময় নানা বিজ্ঞাপনও চলে আসে। এমন বাড়তি ঝামেলা থেকে ব্যবহারকারীদের বাঁচাতে প্লে-স্টোর থেকে সরানো হচ্ছে প্রায় ছয়শ অ্যাপ।
মার্কিন জায়ান্ট গুগল জানিয়েছে, এসব অ্যাপকে আমরা ‘বিভ্রাট সৃষ্টিকারী’ হিসেবে চিহ্নিত করেছি। এ আচরণ গুগলের নীতিমালা লঙ্ঘন করে। তাই গুগল অ্যাডমব আর প্লে স্টোর থেকে এই অ্যাপগুলো সরিয়ে দিচ্ছে। আমাদের তদন্ত চলছে আর আমরা যখনই কোনো নিয়ম লঙ্ঘন দেখবো দ্রুত ব্যবস্থা নিতে থাকব।
গুগল অ্যাডস-এর পণ্য ব্যবস্থাপনাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট স্কট স্পেনসার বলেন, অনেক অ্যাপই গ্রাহকদের কাঙ্খিত সেবা দেন না, বরং অন্য কোনো পেজে যেতে বাধ্য করেন। এগুলো ডিজিটাল জালিয়াতি। এ ধরনের বাজে কাজ করে এমন অনেকজনকে গুগল শনাক্ত করেছে। এরা বড় পরিমাণে বিজ্ঞাপন জালিয়াতি করছে বলে আমরা বের করেছি।
অ্যাপ ও ডেভেলপারদের বিরুদ্ধে এমন ব্যবস্থা ২০১৯ সালেও নিয়েছিল গুগল।