ফেসবুকে নারীদের ‘অশালীন’ পোশাকের ছবি পোস্ট করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কম্বোডিয়া। দেশটির প্রধানমন্ত্রী হুন সেন এ নিষেধাজ্ঞা আরোপ করেন।
মার্কিন বার্তা সংস্থা রয়টার্স’র খবরে বলা হয়, হুন সেন গত মঙ্গলবার এক ঘোষণায় বলেছেন, ছোটখাটো পোশাক পরে ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ে কোনো পণ্য বিক্রি করতে পারবেন না। এটি কম্বোডিয়ার সংস্কৃতির সঙ্গে বেমানান। রক্ষণশীল দেশে এখন এটি জনপ্রিয় ধারা হয়ে উঠেছে।’
তিনি কম্বোডিয়ার জাতীয় নারী কাউন্সিলকে নির্দেশ দিয়ে বলেছেন, ‘তাদের কাছে যান, পোশাকে পরিবর্তন না আনা পর্যন্ত লাইভ স্ট্রিমিং বন্ধ করে রাখুন।’
দেশটির নারী অধিকার সংগঠনগুলো সরকারের এ সিদ্ধান্তে কঠোর সমালোচনা করছে। এ সিদ্ধান্ত না মানার হুমকিও দিচ্ছেন অনেকে।