আজ থেকে দেশের বাজারে‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোন নিয়ে যাত্রা শুরু করল চীনা মোবাইল ব্র্যান্ড রিয়েলমি।
আগামী মার্চ থেকে রিয়েলমি মোবাইল ফোন বাংলাদেশের কারখানায় উৎপাদন শুরু করবে। চীনা প্রতিষ্ঠানটি বাংলাদেশের দ্রুত বর্ধণশীল অর্থনীতির সাথে তাল মিলিয়ে তাদের যাত্রা অব্যাহত রাখবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রেডিসন হোটেলে ‘রিয়েল মি’ ফোনের বাংলাদেশে যাত্রা শুরুতে প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি নিয়ন জি এমন আশার কথা জানান।
রিয়েলমির দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার অঞ্চলের ব্র্যান্ডিং পরিচালক নিওন শি জানান, ২০১৯ সালে রিয়েল মির প্রডক্ট পৃথিবীর বিভিন্ন দেশে ৬০টির মতো আর্ন্তজাতিক পুরুস্কার জিতে নেয়। যা প্রতিষ্ঠানটিকে গ্রাহকদের কাছে আরো দায়বদ্ধ করে তোলে। রিয়েলমি অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে মান বজায় রেখে প্রতিযোগিতামূলক দামে স্মার্টফোন বিক্রি করবে। তরুণ ক্রেতাদের লক্ষ্য করে মোবাইল ফোন বাজারে ছাড়বে তারা। দেশে ই-কমার্সের পাশাপাশি অফলাইনেও মোবাইল বিক্রির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ঢাকায় ব্র্যান্ড শপ স্থাপনসহ ঢাকার বাইরেও ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।
২০১৮ সালের মে থেকে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে রিয়েলমি। ‘ডেয়ার টু লিপ’ ট্যাগলাইনে স্মার্টফোন ব্র্যান্ডটি স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে বিশ্বে সাতে স্থান করে নিয়েছে।
২০১৯ সালের তৃতীয় প্রান্তিকে ভারতের বাজারে দ্বিতীয় বৃহত্তম অনলাইন শেয়ার দাঁড়ায় রিয়েলমির। ভারতে চতুর্থ শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড এখন চীনা প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের তরুনদের কাছে এটা স্টাইলিশ ও আইকনিক ফোনের ব্যান্ড হয়ে উঠবে উল্লেখ করে নিয়ন জি আরো বলেন, রিয়েলমি ফাইভজি প্রযুক্তি তরুণ প্রজন্মের কাছে আরো সহজলভ্য ও জনপ্রিয় করার লক্ষে সাশ্রয়ী ও মনকাড়া ডিজাইনের নিয়ে চলে এসেছে।
নিওন শি বলেন, রিয়েলমি ফাইভজি ও এআইওটি প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করবে। বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে পণ্য আনা হবে। স্মার্টফোনের পাশাপাশি ব্র্যান্ড, হেডফোন, স্মার্টওয়াচ দেশের বাজারে আনবে তারা।
রিয়েলমি সূত্র জানিয়েছে, গাজীপুরে ইতিমধ্যে কারখানা স্থাপন করেছে তারা। সেখানে ২৫০ জনের বেশি কর্মী তিনটি সারিতে স্মার্টফোন তৈরিতে কাজ করছেন। এ ছাড়া রাজধানীর পুলিশ প্লাজায় কার্যালয় স্থাপন করে ১০ জনের বেশি কর্মীর মাধ্যম ব্যবসা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।