দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন বিটিআরসির নিরীক্ষা দাবির আরও এক হাজার কোটি টাকা পরিশোধ করার জন্য ৩ মাস সময় পেয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ বিচারকের আপিল বেঞ্চ এ বিষয়ে আদেশ দেয়।
আদেশে সর্বোচ্চ আদালত বলেছে, আগামী ৩ মাসের মধ্যে গ্রামীণফোন টাকা পরিশোধ না করলে বিটিআরসির নিরীক্ষা আপত্তি দাবির নোটিসের ওপর হাই কোর্টের দেওয়া নিষেধাজ্ঞা বাতিল হয়ে যাবে।
এ দিকে বিটিআরসি বলছে, তারা গ্রামীণফোনের কাছে নিরীক্ষা আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি টাকা পাওনা আছে। আদালত পর্যন্ত বিষয়টি গড়ালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপাতত দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেয়।
গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) আদালতের নির্দেশে গ্রামীণফোন প্রথম কিস্তিতে এক হাজার কোটি টাকার পে অর্ডার বিটিআরসির কাছে হস্তান্তর করে।