রিয়েলমি ফ্ল্যাগশিপ ফোনের বাজারে নিয়ে এসেছে রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি। ফোনটিতে স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর, সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ২৪০০×১০৮০ পিক্সেল ও রেশিও ২০ঃ৯। স্ক্রিন থেকে বডি রেশিও ৯২%। এর রিফ্রেশ রেট ৯০ হার্জ এবং টাচ সেম্পলিং রেট ১৮০ হার্জ। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৫।
এতে ২.৮৪ গিগাহার্জ অক্টাকোর স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো ৬৫০। ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ৬৪ (এফ/১.৮) মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ (এফ/২.৩) মেগাপিক্সেলের অ্যাল্ট্রাওয়াইড লেন্স, ১২ (এফ/২.৫) মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও ২ (এফ/২.৪) মেগাপিক্সেলের প্রোট্রেট লেন্স ব্যবহার করা হয়েছে। এতে ২০এক্স হাইব্রিড জুম ফিচার রয়েছে। এর ক্যামেরা দিয়ে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে।
এতে ডুয়েল পাঞ্চহোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মূল ক্যামেরাটি ৩২ (এফ/২.৫) মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৬১৬ ওয়াইড ক্যামেরা লেন্স এবং ৮ (এফ/২.২) মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। এটি দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে।
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৪,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। এটি দিয়ে পুরো ব্যাটারি চার্জ করতে ৩৫ মিনিট এবং ৬০% চার্জ হতে ২০ মিনিট সময় লাগবে।
এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১০ ও রিয়েলমি ইউআই ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। রিয়েলমি জানিয়েছে, এটি মাত্র ০.২৭ সেকেন্ডে আঙ্গুল স্ক্যান করতে সক্ষম।
ফোনটি সবুজ ও লাল রঙে বাজারে পাওয়া যাবে।