দিন দিন এটিএম কার্ড ব্যবহার বাড়ছে। এ সুযোগে প্রযুক্তির অপব্যবহার করে জালিয়াতি চক্র এটিএম বুথে কার্ড স্কিমিং ও পিন ক্যাপচার ডিভাইস বসিয়ে গ্রাহকদের কার্ডের তথ্য ও পিন নম্বর সংগ্রহ করে উঠিয়ে নিচ্ছে টাকা। তবে কিছু নিয়ম মানলে এটিএম কার্ড জালিয়াতির হাত থেকে বাঁচতে পারেন-
- এটিএম কার্ডের পিন পরিবর্তন করুন কয়েকদিন পর পর।
- পিন নম্বর কোথাও লিখবেন না এবং কাউকে বলবেন না।
- এটিএম বুথে কাউকে নিয়ে প্রবেশ করবেন না।
- এটিএম মেশিনে সাবধানে পিন দিন, যাতে কারো নজরে না পড়ে।
- এটিএম থেকে টাকা তোলার পর যে স্লিপ আসে তা কাউন্টারের ঝুড়িতেও ফেলবেন না।
- এটিএমের স্ক্রিন যতক্ষণ না পূর্বের অবস্থায় ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন।
- নতুন কার্ড নেয়ার পর পুরানো কার্ডটি পুরোপুরি নষ্ট করে ফেলুন।