কম দামে নতুন ৫জি ফোন নিয়ে এল ভিভো। শুক্রবার লঞ্চ হয়েছে ভিভো জেড৬ ৫জি।
আপাতত চিনে এই ফোন পাওয়া যাবে। এই ফোনে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে রয়েছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি ম্যাক্রো ক্যামেরা। কোম্পানি জানিয়েছে এই ফোনে একাধিক স্তরে গ্রাফাইট হিট সিঙ্ক ব্যবহার হয়েছে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে ৮৫ মিমি লিকুইড কুলিং টিউব। ভিভো জানিয়েছে শুধুমাত্র কম্পিউটার প্রসেসরেই এই ধরনের কুলিং ব্যবহার হয়। কোম্পানির দাবি এর ফলে প্রসেসরের তাপমাত্রা সব সময় সাধারণ তাপমাত্রার থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। ফলে দীর্ঘ সময় একটানা গেম খেললেও ফোন গরম হবে অথবা স্লো হবে না।
ভিভো জেড৬ ৫জি স্পেসিফিকেশন
ডুয়াল সিম ভিভো জেড৬ ৫জি -তে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে। স্মার্টফোন গেমারদের জন্য এই ফোনে বিশেষ মাল্টি- টার্বো ৩.০ ও গেম স্পেস ৩.০থাকছে। এই ফোনে ৬.৫৭ ইঞ্চি এফ এইচ ডি + ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট, ৮ জিবি র্যাম ১২৮ জিবি স্টোরেজ।
ভিভো জেড৬ ৫জি -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর দুটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে ১৬ মেগাপিক্সেল সেন্সর থাকছে।