অবৈধ পথে দেশে আনা অথবা দেশে তৈরি নকল মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে অচিরেই বলে জানিয়েছে বিটিআরসি। ২০১৯ সালের ১ আগস্ট থেকে বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কে সক্রিয় রয়েছে যেসকল ফোন সেগুলো বন্ধ হয়ে যাবে।
রোববার এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এ বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের ২৯ জুলাই বিটিআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে তার বৈধতা বা আইএমইআই যাচাই করে নেবার অনুরোধ করেছিল গ্রাহকদের। সেই সঙ্গে দোকানদারের কাছ থেকে রশিদ নিতেও বলেছিল বিটিআরসি।
এছাড়াও নিজের মোবাইল ফোনটি বৈধ কিনা সেটি যাচাই করতে বলেছে বিটিআরসি। সেজন্য মোবাইল ম্যাসেজ অপশনে গিয়ে KYD স্পেস দিয়ে ১৫ সংখ্যার আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠালে দেখা যাবে মোবাইল বৈধ কিনা। আর মোবাইল ফোনের আইএমইআই নম্বর জানতে প্যাকেটের গায়ে অথবা *#০৬# ডায়াল করে জেনে নিতে পারবেন।