বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈর এ উচ্চতর প্রযুক্তি নিয়ে কাজ করতে ৬.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষনা দিলো ওয়ালটন। রোববার (১ মার্চ, ২০২০) দুপুরে কালিয়াকৈর এ ওয়ালটন এর কার্যালয়ে এ বিষয়ে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর সাথে ওয়ালটনের একটি চুক্তি সম্পাদিত হয়েছে।
ওয়ালটন ৬.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ফলে নতুন কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
ফেসবুক পোষ্টে তিনি লিখেছেন,একই সঙ্গে ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বেসরকারি হাই-টেক পার্কের স্বীকৃতি পেলো।
এই চুক্তির মাধ্যমে ওয়ালটন-কে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তিন একর জমি বরাদ্দ প্রদান করলো। ওয়ালটন এখানে নিজস্ব অবকাঠামো নির্মাণ করে দ্রুত উৎপাদন প্রক্রিয়া শুরু করবে।
উল্লেখ্য, বর্তমানে গাজীপুরের চন্দ্রায় রেফ্রিজারেটর, কম্প্রেসর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক অ্যাপায়েন্স, ডাই মোল্ড কারখানা গড়ে তুলেছে ওয়ালটন। দেশের মানুষের চাহিদা মিটিয়ে যা রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।