বিশ্বের মোবাইল কোম্পানিগুলির মধ্যে অন্যতম, ফিনল্যান্ডের সংস্থা নকিয়া, এর প্রেসিডেন্ট ও সিইও রাজীব সুরি তার পদ থেকে পদত্যাগ করেছেন।
রাজীব সুরি-র জায়গায় পেক্কা লুন্ডমার্ক কে কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী পদে নিযুক্ত করা হবে। তিনি নকিয়াতে তার দ্বিতীয় ইনিংস এইবছরের সেপ্টেম্বরে শুরু করবেন। এর আগে, ১৯৯০-২০০০ সাল পর্যন্ত পেক্কা লুন্ডমার্ক নকিয়াতে দায়িত্ব পালন করেছিলেন।
রাজীব সুরি গত ২৫ বছর ধরে নকিয়াতে ছিল। পদত্যাগের কারণ হিসাবে তিনি জানিয়েছেন যে, তিনি এখন অন্য একটি কাজ করতে চান। তিনি এই সিদ্ধান্ত ২ মার্চ ২০২০ তে নিয়েছেন। রাজীব সুরির পদত্যাগ প্রসঙ্গে কোম্পানি জানিয়েছে যে, নকিয়ার নতুন সিইও নির্বাচনের ক্ষেত্রে সুরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ।
এদিকে এইচএমডি গ্লোবাল শীঘ্রই তাদের নতুন ফিচার ফোন বাজারে আনছে। এই ফোনটি হবে বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড ফিচার ফোন। কয়েকদিন আগে এই ফোনটি সার্টিফিকেশন ওয়েবসাইট, টিনা তে দেখা গেছে। যেখানে ফোনটির মডেল নম্বর- নকিয়া টিএ-১২১২ ।
যদিও কোম্পানির তরফে ঠিক কবে এই ফোনটি লঞ্চ করা হবে, তা জানানো হয়নি। নকিয়ার এই ফিচার ফোনের ওজন হবে ৮৮ গ্রাম। এই ফোনটি ৪জি নেটওয়ার্কের সাথে আসবে।