গত বছরের অক্টোবরে বিশ্বব্যাপী অনলাইনে মাসিক ভিত্তিতে সবচেয়ে বেশি ব্যবহারকারীরা যে সব প্লাটফর্ম ব্যবহার করেছে তার মধ্যে প্রথমে আছে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। ওই সময়ে ১ শ ৬০ কোটি ব্যবহারকারী সামাজিক মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছে।
যুক্তরাষ্ট্রের বাইরের বাজার গুলোতে বিশেষভাবে শক্তিশালী এবং এটি বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় মোবাইল অ্যাপ হিসেবে খ্যাত।২০১৪ সালে ফেব্রুয়ারিতে ১ হাজার ৯০০ কোটি ডলারের বিনিময়ে অধিগ্রহণ করেছিল সামাজিক নেটওয়ার্ক ফেসবুক। সম্প্রতি স্ট্যাটিস্টার এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। তালিকায় ১ শ ৩০ কোটি ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ।
সারা বিশ্বে ২ শ ৫০ কোটি গ্রাহক রয়েছে সবচেয়ে বড় এই সামাজিক মাধ্যমটির। ১ শ ১০ কোটি গ্রাহক নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে উইচ্যাট অ্যাপটি। এছাড়া তালিকায় আরো রয়েছে স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম সহ কিউ কিউ মোবাইল মেসেঞ্জার অ্যাপ।