২০১৭ সালে প্রযুক্তি বিশ্বে স্যামসাং নোট ৭ স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা বেশ আলোচিত একটা ব্যাপার ছিলো। এজন্য বিমানে নোট ৭ নিষিদ্ধও হয়েছিল। ফলস্বরূপ ক্ষতির মুখও দেখেছিলো স্যামসাং। চলতি বছরে এসব দুর্ঘটনা কাটিয়ে উঠলেও সমস্যা তাদের পিছু ছাড়েনি। লি নামের এক দক্ষিণ কোরিয়ায় নাগরিকের স্যামসাং এস১০ ৫জি ফোন বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি দক্ষিণ কোরিয়া বাসিন্দা।
স্যামসাং এস১০ ৫জি স্মার্টফোনটির মালিক লি জানান, তার গ্যালাক্সি এস১০ ৫জি ফোনটি টেবিলে রাখার সময় নিজে থেকেই গরম হয়ে ওঠে এবং এর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। ডিভাইসটি গরম হওয়ার সাথে সাথে মালিক ‘লি’ এটি মেঝেতে ফেলে দেন এবং কোনও কারণ ছাড়াই ফোনটি বিস্ফোরতি হয়।
এই ঘটনার পরে দক্ষিণ কোরিয়ায় নাগরিক লি ফোনটি ফেরত দিতে স্যামসাং স্টোরে নিয়ে যায়। তবে স্যামসাং তা ফেরত নিতে প্রত্যাখ্যান করে।