৪৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এ৪১। প্রাইজবাবা নামের একটি ভারতীয় ওয়েবসাইটে ফোনটির তথ্য ও ছবি ফাঁস হয়েছে। আগের দুই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার হলেও গ্যালাক্সি এ৪১ ডিসপ্লের উপরে ছোট নচ থাকছে। এছাড়াও ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা।
এই ফোনে রয়েছে ইনফিনিটি-ইউ ডিসপ্লে। ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকছে। ফোনের পিছনে আয়তকার ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা থাকছে। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের নীচে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৬ মিমি অডিও জ্যাক। ফোনের ডান দিকে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন। কার্ভড ডিসপ্লের পরিবর্তে এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
মিডরেঞ্জের এই ফোনে থাকছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। এতে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হবে।
এই ফোনের পিছনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর-সহ তিনটি ক্যামেরা থাকছে। আর থাকছে এলইডি ফ্ল্যাশ। সামনে থাকছে ২৫ মেগাপিক্সল সেলফি ক্যামেরা। যদিও অন্য দুই সেন্সর সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়াও ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।