এ বছরই ১৩-ইঞ্চি ম্যাকবুক প্রো’র পরিবর্তে মিনি এলইডি পর্দার ১৪.১-ইঞ্চি ম্যাকবুক প্রো নিয়ে আসবে অ্যাপল। অন্তত তেমনটাই বলছেন অ্যাপল পণ্য বিশ্লেষক মিং-চি কুয়ো।
বিনিয়োগকারীদের জন্য লেখা নোটে বিষয়টি উল্লেখ করেছেন কুয়ো। নতুন ম্যাকবুক প্রো’র কনট্রাস্ট অনুপাত হবে উচ্চমানের, রংয়ের পরিসীমা হবে আরও বৃহৎ এবং ছবি সম্পর্কিত অন্যান্য গুণগত মানও হবে আরও ভালো – জানিয়েছেন কুয়ো।
এ তথ্যগুলো বাদে বাড়তি কোনো তথ্য জানাননি কুয়ো। তবে, এনগ্যাজেট ধারণা করছে, নতুন ম্যাকবুক প্রো-টিতে ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো’র আপগ্রেডেড কিবোর্ডসহ অনেক কিছুরই দেখা মিলবে। এদিকে, শুধু ম্যাককুত প্রো-ই নয়, মিনি এলইডি আপগ্রেডের আইপ্যাড, আইপ্যাড মিনি এবং ১২.৯-ইঞ্চি আকারের আইপ্যাড প্রো আসবে বলেও দাবি করেছেন কুয়ো। আইম্যাক প্রো’কে পুনরুজ্জীবিত করা হবে এবং তাতে মিনি এলইডি ভূমিকা পালন করবে বলেও দাবি করেছেন এ অ্যাপল বিশ্লেষক।
তবে, সিস্টেমগুলো কবে নাগাদ বাজারে আসতে পারে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। চতুর্থ প্রান্তিকেই আইম্যাক প্রো চলে আসবে বলে আশা করছেন কুয়ো। কিন্তু বাকি পণ্যগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।