দেশের বাজারে হুয়াওয়ের সুপার ফ্ল্যাগশিপ মেট ৩০ প্রো’র প্রি-বুকিং শুরু হয়েছিল। হুয়াওয়ে অনুমোদিত ব্র্যান্ডশপ ছাড়াও অনলাইন শপ দারাজ, পিকাবো এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের আউটলেটে প্রি-বুক করা যায়।
গত রোববার (০১ মার্চ, ২০২০) থেকে বাংলাদেশে হুয়াওয়ের সুপার ফ্ল্যাগশিপ মেট ৩০ প্রো ফোনের প্রি বুকিং শুরু হয়। শেষ হয় বুধবার (০৪ মার্চ, ২০২০) । প্রি-বুকিংয়েও ব্যাপক সাড়া মেলে। প্রি-বুকিং শুরু থেকে দেশের গ্রাহকদের ব্যাপক সাড়া ফেলে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ মেট ৩০ প্রো ।
স্মার্টফোন ক্যামেরায় প্রফেশনাল ফটোগ্রাফির ফিচার ও চোঁখজুড়ানো ডিজাইনে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ মেট ৩০ প্রো আগামীকাল (৫মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে পাওয়া যাবে। স্মার্টফোন ক্যামেরায় সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা ও নান্দনিক ডিজাইনের হুয়াওয়ে মেট ৩০ প্রো ফোনে থাকছে দারুণ কিছু উদ্ভাবনী ফিচার।
হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশের) জিটিএম ডিরেক্টর বেয়ন্ড ঝেং বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস (এইচএমএস) সমর্থিত ফোন মেট ৩০ প্রো নিয়ে আসা হচ্ছে। হুয়াওয়ের ফ্ল্যাগশিপ এ স্মার্টফোনটি দারুণ সব ফিচারের কারণে ইতোমধ্যেই বিশ্ববাজারে বেশ সাড়া ফেলেছে। আশা করি, ফোনটি বাংলাদেশের গ্রাহকদের আকাঙ্খা পূরণ করতে পারবে।”
প্রি-বুকিংয়ে উপহার হিসেবে মিলেছে হুয়াওয়ের প্রিমিয়াম ক্যাটাগরির ফ্রিলেস ও ওয়্যারলেস চার্জার। আর গ্রামীণ ফোনের গ্রাহকদের জন্য ছিল ৮ জিবি ফ্রি ডেটা। বাংলাদেশের বাজারে ফোনটির মূল্য ধরা হয়েছে ৯৯,৯৯৯ টাকা।