মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ ১০-এর নতুন স্টার্ট মেনু আনতে কাজ করছে। এ নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি উইন্ডোজ ইনসাইডার পডকাস্টে উইন্ডোজের স্টার্ট মেনুর সম্ভাব্য পরিবর্তনগুলো প্রকাশ করা হয়। খবর দ্য ভার্জ।
বর্তমান লাইভ টাইলস ইন্টারফেসটিতে কালো রঙের মাত্রা কমিয়ে ইন্টারফেসটিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করে তুলবে এবং অ্যাপগুলোকে স্ক্যান করা আরো সহজ করতে ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। ২০১৫ সালে যখন প্রথম উইন্ডোজ ১০ চালু করা হয়েছিল, তখন থেকেই মাইক্রোসফট লাইভ টাইলস ইন্টারফেস ব্যবহার করে আসছে।
প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ ১০ স্টার্ট মেনুতে লাইভ টাইলস ইন্টারফেসে শিগগিরই নতুন কিছু সংযোজিত হতে পারে। তবে এর অর্থ এমন নয় যে মাইক্রোসফট তার পুরো ওএসের জন্য লাইভ টাইলস সরিয়ে ফেলবে।