গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশে প্রথম নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়। করোনাভাইরাস বৈশ্বিক অর্থনীতির চিত্র বদলে দিয়েছে। অন্যান্য শিল্পের মতো এর প্রভাব প্রযুক্তি শিল্পেও বেশ ভালোভাবে প্রভাব ফেলছে। করোনাভাইরাসের কারণে প্রযুক্তি খাতের বৃহৎ একাধিক আয়োজন একের পর এক বাতিল করছে আয়োজক প্রতিষ্ঠানগুলো। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি), গুগল আই/ও এবং ফেসবুক এফ ৮ সম্মেলন বাতিল ঘোষণা করায় সরাসরি ক্ষতির অংক ৫০ কোটি ডলার ছাড়িয়েছে। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে আসে। খবর এনডিটিভি।
বৈশ্বিক প্রযুক্তি খাতসংশ্লিষ্ট সম্মেলন বাতিলে আর্থিক ক্ষতির কারণ হিসেবে আগাম বিমানের টিকিট বুকিং, থাকার জন্য হোটেলের ব্যবস্থা, দর্শনার্থীদের খাবার ও পরিবহনসেবার ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো দেখানো হয়েছে প্রতিবেদনে।
জিএসএমএ আয়োজিত এমডব্লিউসি গত মাসের ২৪-২৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে এক লাখেরও বেশি দর্শনার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে এলজি, সনি, নকিয়ার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। শেষ পর্যন্ত নির্ধারিত তারিখের আগেই অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করতে অনেকটা বাধ্য হয় আয়োজক কর্তৃপক্ষ। এতে আয়োজকদের মোট ক্ষতির পরিমাণ ৪৮ কোটি ডলারে দাঁড়ায়।
প্রতিবেদনে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে সতর্ক করা হয়, এ তথ্যগুলো অনেকটা অনুমানের ভিত্তিতে করা হয়েছে। যেহেতু প্রকাশিত তথ্যগুলোয় ইভেন্ট স্পনসর, মার্চেন্ডাইজ বিক্রি এবং স্থানীয় অর্থনীতিতে ক্ষতির পরিমাণ অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া গেম ডেভেলপারদের সম্মেলনসহ কয়েকটি সম্মেলন, যা ১ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু পরে স্থগিত করা হয়েছে, সেগুলোরও তথ্য অন্তর্ভুক্ত ছিল না। আগেই বার্সেলোনা শহরের স্থানীয় অর্থনীতিতে এমডব্লিউসি ইভেন্ট বাতিল হওয়ায় ৫০ কোটি ডলার ক্ষতি হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যা-ই হোক, সব মিলিয়ে করোনাভাইরাসের প্রভাবে যে প্রযুক্তি খাতের অর্থনীতি খুব একটা সুবিধায় নেই, তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে।