দীর্ঘ সাত মাস পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাময়িকভাবে ইন্টারনেট সেবা চালু করেছে ভারত। আগামী দুই সপ্তাহের জন্য সেখানে সব সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেয়ার পাশাপাশি ইন্টারনেট চালু করা হয়। বুধবার (৪ মার্চ) এক সরকারি আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
তবে মোবাইলে ইন্টারনেট ব্যবহার আগের মতোই সীমাবদ্ধতা থাকবে। এখনও গ্রাহকরা মোবাইলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে স্পিড কম পাবেন।
সরকারি নির্দেশনায় বলা হয়, আগামী ১৭ মার্চ পর্যন্ত এই আদেশ চালু থাকবে। তবে এই সময় কেন বেধে দেয়া হলো সেই বিষয়ে কোনো তথ্য সেখানে উল্লেখ করা হয়নি।