পিক্সেল ৪ ফেস আনলকের জন্য নতুন সেটিং নিয়ে এসেছে গুগল। নতুন সেটিংয়ের মাধ্যমে চোখ খোলা রেখে ফোন আনলক করতে পারবেন ব্যবহারকারীরা।
‘রিকয়্যারস আইস টু বি ওপেন’ নামের ওই অপশনটির সাহায্যে ব্যবহারকারীরা ফেস আনলকের ক্ষেত্রে চোখ খোলা রাখার ব্যাপারটি নিয়ম করে দিতে পারবেন। ফলে চোখ বন্ধ থাকলেও আর ফোন খুলবে না।
পিক্সেল ৪-এ চোখ বন্ধ রেখে ফেস আনলকের ফিচার এনে বেশ সাড়া ফেলে দিয়েছিল গুগল। বিষয়টি নিয়ে নিরাপত্তা প্রশ্নে বিতর্কও কম হয়নি। অনেকেই বলেছিলেন, এভাবে ফোন আনলক করা সম্ভব হলে, ঘুমন্ত অবস্থায় মালিকের অনুমতি ছাড়াই অন্য কেউ আনলক করে ফেলতে পারে ফোনটি।
নতুন ফিচারটিকে পিক্সেল ৪ ফোনের সেটিংসে গিয়ে ‘আইজ’ অপশন থেকে খুঁজে বের করা যাবে বলে উল্লেখ করেছে আইএএনএস। এদিকে, গুগল পিক্সেল ৪ এবং পিক্সেল ৪ এক্সএল ফোনে রয়েছে নতুন রেডার-ভিত্তিক হার্ডওয়্যার। ওই হার্ডওয়্যারটির বদৌলতে ‘মোশন-ভিত্তিক’ নিয়ন্ত্রণ ও থ্রিডি ফেস আনলক সুবিধা দিতে পারে ফোন দুটি, তবে পরিপূর্ণ নয়।