করোনাভাইরাস ছড়ানো বন্ধে সিলিকন ভ্যালির প্রধান কার্যালয়ের কর্মীদেরকে ‘সম্ভব হলে’ বাসা থেকে কাজ করতে বলছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের এক মুখপাত্র।
স্যান্টা ক্লারা কাউন্টিতে অবস্থিত প্রতিষ্ঠানের ১২ হাজার কর্মীর অ্যাপল পার্ক ক্যাম্পাস। করোনাভাইরাস ছড়ানো বন্ধে কর্মীদেরকে যাতে টেলিযোগাযোগ এবং অন্যান্য বিকল্প ব্যবস্থায় কাজ করার নির্দেশ দেওয়া হয়, এজন্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওই অঞ্চলের কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ৫ মার্চ পর্যন্ত স্যান্টা ক্লারা কাউন্টিতে ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
অ্যাপলের মুখপাত্র বলেন, সিয়াটল অঞ্চলের কর্মীদেরকেও বাসা থেকে কাজ করতে বলেছে প্রতিষ্ঠানটি। তবে, স্যান্টা ক্লারা কাউন্টির বিক্রয় কেন্দ্রগুলো এখনও খোলা রাখা হয়েছে।
গত মাসেই আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, চীনে করোনাভাইরাসের কারণে মার্চ মাসে শেষ হওয়া প্রান্তিকে হয়তো আয়ের লক্ষ্য পূরণ করা যাবে না এবং বাজারে আইফোনের ঘাটতিও দেখা দিতে পারে।
করোনাভাইরাসের কারণে আগের সপ্তাহেই কর্মীদেরকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার, গুগলসহ বেশ কিছু প্রতিষ্ঠান।