ফেব্রুয়ারি মাসে চীনে আইফোন বিক্রি হয়েছে পাঁচ লাখেরও কম, সোমবার এমনটাই দেখা গেছে সরকারি তথ্যে। করোনাভাইরাসের কারণে দেশটিতে স্মার্টফোনের চাহিদা অর্ধেকে নেমে আসায় এর প্রভাব পড়েছে আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে মোবাইল ফোন ব্র্যান্ডগুলো ডিভাইস বিক্রি করেছে ৬৩ লাখ ৪০ হাজার, যা গত বছরের একই মাসের চেয়ে ৫৪.৭ শতাংশ কম বলে জানিয়েছে চায়না অ্যাকাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (সিএআইসিটি)। গত বছর ফেব্রুয়ারিতে মোট স্মার্টফোন বিক্রি হয়েছিল এক কোটি ৪০ লাখ।
২০১২ সালের ফেব্রুয়ারি মাসের পর এবারই স্মার্টফোনের বিক্রি সবচেয়ে কমেছে বলেও জানিয়েছে সিএআইসিটি।
স্মার্টফোনের বিক্রি সবচেয়ে কমেছে হুয়াওয়ে এবং শাওমির মতো অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলোর। গত বছর ফেব্রুয়ারিতে যেখানে অ্যান্ড্রয়েড ডিভাইস বিক্রি হয়েছিলো মোট এক কোটি ২৭ লাখ, সেখানে এ বছর ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিক্রি হয়েছে সাড়ে ৫৮ লাখ।
অন্যদিকে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে অ্যাপল ডিভাইসের বিক্রি ছিলো ১২ লাখ ৭০ হাজার। এবছর এই সংখ্যা নেমেছে চার লাখ ৯৪ হাজারে।
এর আগে বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইডিসি এবং ক্যানালিস ধারণা দিয়েছিলো যে, করোনাভাইরাসের প্রভাবে বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের বিক্রি প্রায় ৪০ শতাংশ কমতে পারে।
করোনাভাইরাসের আতঙ্কে ফেব্রুয়ারি মাসে অন্তত দুই সপ্তাহ চীনা বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ রেখেছিলো অ্যাপল।
সম্প্রতি অ্যাপল প্রধান টিম কুক এক চিঠিতে বিনিয়োগকারীদের সতর্ক করেছেন যে, চাহিদা কম থাকায় চলতি প্রান্তিকে আয়ের লক্ষ্য হয়তো পূরণ করতে পারবে না প্রতিষ্ঠানটি।